চলমান ডেস্ক: উত্তর কোরিয়া বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রথম প্রহরে একটি ‘অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র’র পরীক্ষা চালিয়েছে। চলতি বছর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
জাপান সাগরের কথা উল্লেখ করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’
এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ওই সময় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডোলাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর সর্বশেষ ২০১৯ সালে উত্তর কোরিয়া এক মাসে বেশ কয়েক বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। আর তখন থেকেই আমেরিকার সাথে পিয়ংইয়ংয়ের আলোচনা স্থবির হয়ে পড়ে।
এ দিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে নিজেদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া অর্থনৈতিক সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
পিয়ংইয়ং মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা হয় ও তারা এ মাসে কমপক্ষে আরো চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তারা উল্লেখ করেছে। দেশটি ৫ ও ১১ জানুয়ারি এ দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
গত সপ্তাহে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়ে বলেছে, ‘তারা পরমাণু ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে এ ধরনের পরীক্ষা চালানো বন্ধ রয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন