সিএন প্রতিবেদন: উপসচিব পদ থেকে অতিরিক্ত সচিব হিসেবে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি পেয়েছেন ফটিকছড়ির কৃতি সন্তান গোলাম হোসেন। রোববার (০৯ ফেব্রুয়ারি) দীর্ঘ ২০ বছর পর তিনি এই পদোন্নতি পান।
জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১৬ বছরে জনপ্রশাসন থেকে অবসরে যাওয়া সাবেক ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতি দেওয়া হয়। তাঁদের মধ্যে গোলাম হোসেনও একজন। তিনি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরের সন্তান।
আওয়ামী লীগের আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সময়ে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত ১৬ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পদোন্নতির তারিখ থেকে প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। তাঁরা তাঁদের বকেয়া বর্তমান অর্থবছরে ৫০ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন