রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

অনলাইনে পাসপোর্ট নবায়ন করতে পারবেন আমেরিকানরা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র: আমেরিকানরা এখন থেকে অনলাইনে পাসপোর্ট নবায়ন করতে পারবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর অনলাইনে পাসপোর্ট নবায়ন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে বলে জানায়।

এতদিন জটিল মেইল-ইন আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে অনেক বিলম্বের শিকার হতে হতো আমেরিকানদের। তবে এবার অনলাইনে পাসপোর্ট নবায়ন শুরু হওয়ায় স্বস্তি পাচ্ছেন তারা। বলছেন, সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে জানিয়েছে, প্রচলিত কাগজে আবেদন প্রক্রিয়ার বদলে অনলাইন বিকল্প প্রস্তাবের মাধ্যমে মন্ত্রণালয় সবচেয়ে কার্যকর এবং সুবিধাজনক পাসপোর্ট নবায়নের অভিজ্ঞতা দিতে ডিজিটাল রূপান্তরকে স্বাগত জানাচ্ছে।

এই প্রক্রিয়ায় নাগরিকরা দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করতে পারবেন বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন