শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

অবরোধের সমর্থনে চবির এক নম্বর গেইটে ছাত্রদলের মিছিল

বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: দেশজুড়ে বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেইট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। মিছিলে বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ অংশ নেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। দেশের জনগণ যেভাবে অবরোধকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়ার মাধ্যমে সমর্থন দিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরে যাব না।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন