শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

অবশেষে কুরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানাল সুইডেন

সোমবার, জুলাই ৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: অবশেষে ঈদুল আজহার দিন মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে সুইডেন সরকার। তুরস্কসহ মুসলিম বিশ্বের চাপের মুখে তারা নিন্দা জানাল। পাশাপাশি এ ঘটনাকে ‘ইসলামবিদ্বেষ বা মুসলিমবিরোধী মনোভাব’ আখ্যা দিয়েছে দেশটি।

রোববার (০২ জুলাই) ঘটনার পাঁচ দিনের মাথায় সুইডিশ সরকার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়।

বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সুইডেনে বিক্ষোভের নামে কয়েকজনের সংঘটিত ইসলামোফোবিক কর্মকাণ্ড মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে। এবিষয়ে সুইডেন সরকার সম্পূর্ণ অবহিত।’

এতে আরও বলা হয়, ‘আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এসব কাজ কোনোভাবেই সুইডেন সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় না।’

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে এক ইরাকি যুবক ও তাঁর সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাঁদের এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন