সিএন প্রতিবেদন: বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ৬ দিন পর ছেড়ে দিলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। নিরাপত্তার স্বার্থে ডিবি তাদের হেফাজতে নিয়েছিল।
বৃহস্পতিবার (১ আগস্ট) তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ৬ সমন্বয়ক হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
সমন্বয়ক নাহিদের চাচা জাহিদুল ইসলাম বলেন, নাহিদ আমাদের সঙ্গে আছে, তাকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি।
নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। কোটা সংস্কার আন্দোলনের নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন