নিউইয়র্ক জালিয়াতি মামলায় ১৭৫ মিলিয়ন ডলার বন্ড দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পদ বাজেয়াপ্ত এড়াতে এ পদক্ষেপ নিলেন তিনি। সোমবার তিনি এ অর্থ জমা দেন।
এর আগে সেই মামলায় ট্রাম্পকে ৪৬৪ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু সেই শর্ত পরিশোধে সামর্থ্য ছিল না ট্রাম্পের।
পরে প্রাথমিকভাবে ১০ দিনের মধ্যে ট্রাম্পকে ১৭৫ মিলিয়ন ডলার দেওয়ার আদেশ দেন আপিল আদালত। সেই অর্থই এবার পরিশোধ করলেন ট্রাম্প। ট্রাম্পের অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আলিনা হাব্বা।
এক বিবৃতিতে ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী, বন্ডের অর্থ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ট্রাম্প তার আপিলের অধিকার প্রমাণ করতে এবং এই অন্যায় রায়কে বাতিল করতে উন্মুখ।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন