ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: সুদীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে অবসরে যাচ্ছেন হলিউড অভিনেতা মাইকেল কেইন। প্রয়াত গ্লেন্ডা জ্যাকসনের বিপরীতে তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য গ্রেট এস্কেপার’ মুক্তির পর অভিনয়জীবন থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
নতুন সাক্ষাৎকারে, মাইকেল কেইন প্রকাশ করেছিলেন দ্য গ্রেট এস্কেপারের চুক্তি করার আগে করোনা ভাইরাস মহামারি ২০২০ সালে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি এটা করতে পেরে খুব খুশি।’
‘দ্য গ্রেট এস্কেপার’ এ অভিনয় প্রসঙ্গে কেইন বলেন, ‘আমি কেবল বার্নির চরিত্রটি পছন্দ করেছি। আমি ভেবেছিলাম, তিনি অবিশ্বাস্য ও এটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে।’
আসন্ন চলচ্চিত্রের দৃশ্য শুট করার সময় কেইন তার চলাফেরায় অসুবিধার কথা তুলে ধরে বলেন, ‘তারা আমাকে খুব ভাল একটি হাঁটার লাঠি দিয়েছিল এবং আমি সেই দৃশ্যগুলো করতে সক্ষম হয়েছিলাম, যেগুলোর প্রয়োজন ছিল। আমি কেবল এক বার সেগুলো করব ও তারপরে বসে পড়ব শুধু একটি করে টেক, তারপর শেষ।’
আট দশকের অভিনয় ক্যারিয়ার শেষ করার বিষয়ে প্রশ্ন করা হলে কেইন শেয়ার করেন যে, তিনি ইতিমধ্যে অবসর নিয়েছেন। কেইন বলেন, ‘আমি এখন ৯০ বছরের ও আমি ঠিকমত হাঁটতে পারি না। আমি যা কল্পনা করেছি, তার চেয়েও সেরা জীবন পেয়েছি। সর্বোত্তম স্ত্রী ও সর্বোত্তম পরিবার। অন্যদের কাছে তারা সেরা না-ও হতে পারে, তবে আমার কাছে তারা সেরা পরিবার।’
আগামী ৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য গ্রেট এস্কেপার’। ওলিভার পার্কারের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন, মাইকেল কেইন, জন স্ট্যান্ডিং, উইল ফ্লেচার প্রমুখ।
আট দশকের বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন মাইকেল কেইন। ছয় বার অস্কার মনোনয়ন পেয়ে দুই বার অস্কার জয় করেন এই বর্ষীয়ান অভিনেতা। তার ঝুলিতে রয়েছে গোল্ডেন গ্লোব, বাফটাসহ আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার। ‘দ্য ইতালিয়ান জব’, ‘গেট কার্টার’, ‘ব্যাটল অব ব্রিটেন’, ‘দ্য ব্যাটম্যান’ ট্রিলজি, ‘টেনেট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’সহ অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের প্রিয় মুখ এই অভিনেতা।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন