সিএন প্রতিবেদন: বিদেশে অর্থ পাচার করা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মূলনীতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রতিদিন শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। এ সরকার ব্যাংকিং খাতকে লুট করে একেবারে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে টুকরো করে দিয়েছে। দেশের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লুট হয়ে গেছে।
দেশের সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘যেখানে যাবেন সেখানেই দুর্নীতি। ইউনিয়ন পরিষদে যাবেন, আদালতে যাবেন, সবখানেই দুর্নীতি। শিক্ষাপ্রতিষ্ঠানও বাদ যায়নি। সেখানেও ঘুষ দিতে হয়। একজন পিয়নের চাকরির জন্য লাখ লাখ টাকা ঘুস দিতে হয়। কারণ এ সরকার জনগণের সরকার নয়। তারা ভোটচুরি করে ক্ষমতায় এসেছে। দেশের আদালত প্রাঙ্গণেও এ সরকার ভোট চুরির রূপ দেখিয়েছে।’
যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এ সমাবেশের আয়োজন করে দলটি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের ১২টি মহানগরে এ সমাবেশ করেছে বিএনপি।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন