মুখোশে ঢাকা
আজকাল সবকিছুতেই
আমাদের উল্লাস চলে রাতভর
নগ্নতায়, রাজপথে বিবেকের বেচাকেনা!
ভেঙে যায় বোধের দেওয়াল, তাতেও উল্লাস-
মুখোশে ঢাকা মানুষের চলাচল
অন্ধকার ঢেকে দেয় নপুংসকতা।
অলিতে-গলিতে যৌবনের হাতবদলে,
এক অদ্ভুত উন্মাদনা!
জন্মভূমি
বুকের গভীরে খুঁজে দেখো তুমি
যেটুকু দেখেছো গভীরে, ধূলিকণা, প্রস্তর, কাদামাটি
সেটুকু আমার জন্মভূমি। চেয়ে দেখ, এইখানে
মাটি লেগে আছে লাঙলের ফলায়
সাত সমুদ্র তেরো নদী ঢুকে গেছে এই বুকে
দেখেছো যেটুকু অধিকার বৃক্ষের ছায়াময়
সেটুকু আমার জন্মভূমি।
পোস্টমর্টেম
আমিও প্রথম
মৃতদেহ দেখে ভেবেছিলাম
এ শরীর
কোন দিন যায়নি মিছিলে মাথা উঁচু করে
বিদ্রোহের আগুন ছিল না বুকে
নিভে ছিল পাথরের মত বরফ শীতল!
হয়তো, হিমঘরে জেগে ছিল বহুকাল
কারো আসার ছিল! খোলা চোখে তার
গভীর ক্ষত!
নীরব উষ্ণতার জন্য-
এ শরীর কোন দিন ফেরারী হয়নি।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন