মেলভিল দ্বীপ, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে তিন মেরিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন ২০ জন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানায়, রোববার (২৭ আগস্ট) ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে অসপ্রে ভি-২২ মডেলের সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এতে তিন মেরিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও, আহত ২০ সেনার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সামরিক বাহিনীর সমন্বয়ে বার্ষিক প্রিডেটর রান মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটিতে যুক্তরাষ্ট্রের মেরিন সদস্যরা ছিলেন।
স্থানীয় পুলিশ কমিশনার মাইকেল মারফি বলেন, ‘পাঁচ মেরিন সদস্যকে চিকিৎসার জন্য ডারউইনে ফেরত পাঠানো হয়েছে ও বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আহতদের সব ধরনের সহায়তা দেয়া হবে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন