শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ম্যারিল্যান্ড চ্যাপ্টারের নতুন কমিটি

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ম্যারিল্যান্ড চ্যাপ্টার ২০২৪-২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান চৌধুরী ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন খুরশীদ শাব্বীর। রোববার (০৩ নভেম্বর) এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এমারাল্ড প্রেসিডেন্ট কবিরুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, করেসপন্ডিং সেক্রেটারি আব্দুল কাদের, ট্রেজারার নুর উল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর আলতাফ হোসেন, অর্গানাইজিং ডিরেক্টর মোহাম্মদ সারোয়ার মিয়া, উইমেন্স কমিটি চেয়ার গুলশান নাসরিন, ইমিগ্রেশন ডিরেক্টর শফিউল্লাহ, পলিটিক্যাল ডিরেক্টর ইকবাল হোসেন প্রমুখ। এছাড়া কমিটিতে আরও ২৫ জন ভাইস প্রেসিডেন্ট, ৭ জন ট্রাস্টি এবং বিভিন্ন সাব-কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

চ্যাপ্টারের বর্তমান জেনারেল সেক্রেটারি হাশান চৌধুরীর সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কংগ্রেসম্যান ডেভিড ট্রোনের উপদেষ্টা ও চ্যাপ্টারের বর্তমান প্রেসিডেন্ট কবিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত কংগ্রেসওম্যান এপ্রিল ডিলেনি এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক কংগ্রেসম্যান জন ডিলেনি।

কংগ্রেসওম্যান এপ্রিল ডিলেনি বলেন, “বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায় আমাদের দেশকে বৈচিত্র্যের শক্তিতে সমৃদ্ধ করেছে। তাদের কর্মনিষ্ঠা ও নেতৃত্ব এক নতুন ভবিষ্যতের পথ দেখাচ্ছে।”

সাবেক কংগ্রেসম্যান জন ডিলেনি বলেন, “এই সংগঠন দক্ষিণ এশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কেবল অধিকার আদায়ের নয়, বরং ভবিষ্যতের জন্য নেতৃত্ব তৈরির একটি সংগঠন।”

চ্যাপটার প্রেসিডেন্ট কবিরুল ইসলাম বলেন, “আমাদের সংগঠনের লক্ষ্য শুধুমাত্র কমিউনিটির অধিকার রক্ষা নয়, বরং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। আমরা কমিউনিটির একতাবদ্ধতা এবং তাদের প্রাপ্য স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।”

চ্যাপটার জেনারেল সেক্রেটারী হাসান চৌধুরী তার বক্তব্যে বলেন, “আজকের দিনটি আমাদের একতার প্রতীক। নতুন নেতৃত্ব সংগঠনের মিশন আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ান সম্প্রদায়ের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করবে।”

বাংলাদেশ ফর বাইডেন এর ন্যাশনাল ডিরেক্টর আনিস আহমেদ তার বক্তব্যে বলেন, “এটি একটি সংগঠন নয়, বরং এটি একটি আন্দোলন। দক্ষিণ এশিয়ান সম্প্রদায়ের চাহিদাগুলো তুলে ধরে সেগুলো বাস্তবায়নে এই সংগঠন নেতৃত্ব দিচ্ছে। আমরা বাংলাদেশি-আমেরিকানদের মার্কিন রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে দেখছি এবং এই ধারা অব্যাহত রাখতে হবে।”

সদ্য নির্বাচিত ম্যারিল্যান্ড চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি খুরশীদ শাব্বীর তার বক্তব্যে বলেন, “এই সংগঠন আমাদের পরিচয় ও আমাদের অধিকার রক্ষার এক শক্তিশালী মঞ্চ। আমি এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকানদের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। আমাদের ঐক্যই আমাদের শক্তি, এবং আমরা একসঙ্গে আরও এগিয়ে যাব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, এএবিইএ এর প্রেসিডেন্ট সেলিম হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা তোফায়েল আহমেদ, ইসমাইল হোসেন এবং আলতাফ হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন