বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের প্রি-কনভেনশন ও পরিচিতি সভা

সোমবার, নভেম্বর ৪, ২০২৪

প্রিন্ট করুন

এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার—অ্যাসালের ওজন পার্ক চ্যাপ্টারের প্রি-কনভেনশন এবং নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের আজীবন সদস্যপদ বৃদ্ধি এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ওজন পার্কের লিবার্টি এভিনিউতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংস বরো প্রেসিডেন্ট অ্যান্থনি রেনোসো এবং কুইন্স বারো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস। এ ছাড়াও অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি মাত মিসবাহ উদ্দিন এবং জাতীয় সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অ্যাসাল-এর বর্তমান সভাপতি অ্যান্থনি রেনোসো এবং নির্বাহী সহ-সভাপতি দীবাকর সেন অতিথিদের স্বাগত জানান। এ সময় নতুন নেতৃত্বের মাধ্যমে অ্যাসাল-এর কার্যক্রম আরও সুসংহত এবং দক্ষিণ এশীয় আমেরিকান সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

সাধারণ সম্পাদক সন্তানু বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভবিষ্যৎ কর্মসূচি এবং আসন্ন জাতীয় সম্মেলনের লক্ষ্য পূরণের জন্য তাদের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে কনভেনর মাসুদ রানা তপন, ওমেন কমিটির চেয়ার নাজমা বেগম এবং কো-চেয়ার উর্মি বড়ুয়া উপস্থিত ছিলেন।

অ্যাসাল-এর পরবর্তী জাতীয় সম্মেলন আগামী ১৩-১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যেখানে সকল সদস্যদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন