রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

আওয়ামী লীগের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সাথে এ বৈঠকে বসেন তিনি।

পিটার হাসের সাথে বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। এছাড়াও, উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছান বৃহস্পতিবার সকাল ১১টা দশ মিনিটের দিকে। এ ছাড়াও, তার সাথে আছেন দূতাবাসের একজন কর্মকর্তা।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন