শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

আগামী পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা হবে ক্যাশলেস

শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, `আগামী পহেলা বৈশাখ থেকে দেশব্যাপী ম্যানুয়াল ভূমি উন্নয়ন কর গ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাও ক্যাশলেস হবে। অনলাইনে কর দেয়ার পর অনলাইনেই কিউআর কোড সমৃদ্ধ দাখিলা (রশিদ) সংগ্রহ করতে পারবেন ভূমি উন্নয়ন করদাতা।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকায় সচিবালয়ের গণ মাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’র (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন। এ সময় বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘কোন জমির মালিকানার প্রমাাণক হিসেবে ‘সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ’ তথা সিএলও নামে একটি মাত্র দলিল ইস্যু করা হবে। সরকারি রেকর্ড অনুযায়ী জমির মালিকের তথ্য, ভূমি উন্নয়ন কর পরিশোধের তথ্যসহ সামগ্রিক তথ্যাদি ও ভূমির অবস্থানগত তথ্য জিও লোকেশনসহ জমির মৌজা ম্যাপের তথ্য একটি দলিলের সাহায্যে নিশ্চিত করা যাবে।’

তিনি আরো বলেন, ‘মালিকানা প্রমাণের জন্য আলাদা আলাদা কয়েক ধরনের দলিল ডিড রেজিস্ট্রেশন, খতিয়ান ও মৌজা ম্যাপ বহনের প্রয়োজন হবে না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক কমে যাবে।’

মন্ত্রী বলেন, ‘ভূমির মালিকের জন্য স্মার্ট কার্ডও ইস্যু করা হবে। যেখানে কার্ড বাহকের মালিকানাধীন জমির তথ্যের ডিজিটাল সংস্করণ থাকবে ও সব সরকারি রেকর্ড অনুযায়ী সে সব জমির আগের সব তথ্যও থাকবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার’ ও ‘ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব’ আইনের খসড়া এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে আইনি প্রয়োগ ভূতাপেক্ষভাবে সর্বশেষ জরিপ পর্যন্ত কার্যকর হয়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতের যে কোন সময় থেকে এখন ভূমি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের গণ কর্মচারীদের জবাবদিহির আওতায় আনা হয়েছে। অসাধু কার্যক্রম চালানোর জন্য অনেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের সবার ভূমির অধিকারের ব্যাপারে সরকার আন্তরিক ও দেশের অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন