শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

আগামী বছর থেকে নিউইয়র্কে পোষা প্রাণী বিক্রি নিষেধ

শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আগা মী ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে খুচরা পোষা প্রাণী বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে আর কুকুর, বিড়াল ও খরগোশ বিক্রি করা যাবে না।

বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর)  গভর্নর ক্যাথি হচুল এ বিষয়ে একটি বিলে স্বাক্ষর করেন।

নিউইয়র্কে পোষা প্রাণীর দোকানের সংখ্যা কমছে। বর্তমানে দোকানের সংখ্যা ৮০টি। গভর্নর হচুল বলেন, দোকানে পশু বিক্রি নিষেধাজ্ঞা প্রাণী কল্যাণ সুরক্ষায় সহায়তা করবে।

এ ছাড়া ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও মেরিল্যান্ডসহ বেশ কিছু রাজ্যেও এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে দোকানিরা পোষা প্রাণীর দত্তক উৎসাহিত করতে পশু আশ্রয়কেন্দ্র নিয়ে কাজ করতে পারবেন।

এক বিবৃতিতে গভর্নর হচুল বলেন, ‘নিউইয়র্কে কুকুর, বিড়াল ও খরগোশ স্নেহপূর্ণ বাসা ও মানবিক আচরণ দাবিদার।’

এদিকে গভর্নরের বিলে স্বাক্ষর উদযাপন করেছে প্রাণী কল্যাণ সংগঠনগুলো। তবে এ আইন পোষা প্রাণী ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আইআই/ সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন