শনিবার, ১৯ জুলাই ২০২৫

শিরোনাম

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন : নাহিদ ইসলাম

শনিবার, জুলাই ৫, ২০২৫

প্রিন্ট করুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি ও হামলার ঘটনায় যারা জড়িদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (৫ জুলাই) সকালে বগুড়ার পর্যটন মোটেলের সভাকক্ষে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, “এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করেই আমরা সামনে এগোব। বিচার হবে দৃশ্যমান, রোডম্যাপসহ। এরপরই হবে সংস্কার, তারপর নির্বাচন।”

তিনি আরও বলেছেন, “জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা শুধু বর্তমান সরকারের জন্য নয়, ভবিষ্যতের যেকোনো সরকারের জন্যই বাধ্যবাধকতা।”

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদই হবে এই দেশের নতুন শুরুর নথি।” তিনি এ সময় ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত সংস্কার এবং ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এনসিপি দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন