নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনে একটি সাবওয়ে ট্রেনে গত মাসে হামলা ও এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ফ্র্যাঙ্ক জেমসের (৬২) বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়েছে।
এই দুই অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া অস্ত্র মামলা ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। গত শুক্রবার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি বোর্ড ফ্র্যাঙ্কের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে।
জানা গেছে, গত ১২ এপ্রিল নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে ট্রেনে হামলা চালায় ফ্র্যাঙ্ক জেমস। এ সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়। যাদের বয়স ১২-৬০ বছর ছিলো। এরপর ১৩ এপ্রিল জেমসকে গ্রেফতার করে সিটি পুলিশ। গ্রেফতারের পর থেকে জেমস জামিন ছাড়া জেলে বন্দি রয়েছেন।
কর্তৃপক্ষ বলেছে, জেমসের ব্যাংক কার্ড, সেলফোন এবং তার ভাড়া করা একটি গাড়ির চাবি ঘটনাস্থলে পাওয়া গিয়েছে। এছাড়া হামলায় ব্যবহৃত হ্যান্ডগানটিও খুঁজে পেয়েছে পুলিশ।
কর্মকর্তাদের মতে, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে বিশ্বস্থ সূত্রে জানা গেছে, জেমস বিভিন্ন লোকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। তিনি নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং কয়েক বছর আগে শহর থেকে নেওয়া মানসিক স্বাস্থ্যসেবার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন