আটলান্টিক সিটি, নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে চারজন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গেল ১১ জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেলায় এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, হালিম খান ও সৈয়দ আহসান।
মনিরুজামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন বিএএসজের কর্মকর্তা বেলাল হোসেন ভূইয়া , মোহাম্মদ আইয়ুব, শাহানুর নান্না, মো. বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ব্যবসায়ী শাহ জে আলম, স্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম খান, বাংলাদেশ মেলার আহবায়ক আবু নসর, সদস্য সচিব এম রহমান বাবুল, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলানটিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী উপস্থি ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার কন্ঠে রনাঙ্গনের কালজয়ী শ্লোগান ‘জয় বাংলা’ শুনে মেলায় উপস্থিত হাজার হাজার দর্শকের রক্তে শিহরণ জাগে। অবচেতন মনে অনেকে ফিরে যান একাওরের সেই রক্তঝরা দিনগুলিতে।
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে এবারই প্রথম বাংলাদেশ মেলায় চার বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা দেয়া হয়।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন