মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আটলান্টিক সিটিতে প্রবাসী হিন্দু ললনাদের সিঁদুর খেলা

রবিবার, নভেম্বর ৫, ২০২৩

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: হিন্দু ধর্মের উৎসব শারদীয় দুর্গাপূজা। কয়েক দিনব্যাপী এই পূজায় পালিত হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম অনুষ্ঠান হল ‘সিঁদুর খেলা’। এই সিঁদুর খেলার দেখা মেলে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে। এই দিনে শুধু দুর্গা মাকে বিদায়ই জানানো হয় না, এর সাথে থাকে বিভিন্ন আয়োজনও। সিঁদুর খেলা এই আয়োজনের অন্যতম আকর্ষণ। এই দিন সকালে পূজার পর থেকে শুরু করে দেবীকে বিদায়ের শেষ মুহূর্ত পর্যন্ত চলে এই সিঁদুর খেলা। সিঁদুর খেলা হিন্দুদের রঙ খেলা থেকে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে।

গেল ২৪ অক্টোবর দুর্গোৎসবের শেষ দিন সিঁদুর খেলায় মেতেছিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু নারীরা। দেবী দুর্গার বিদায়ের আগের দিন সকালে মন্দিরে চলে সিঁদুর খেলা। সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে, সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সাথে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন