আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির মসজিদ আল হেরার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদ মাগরীব এ মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ইসলামিক চিন্তাবিদ মুহাদ্দিস মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মুনা ইস্ট জোনের সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ। বক্তব্য দেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, মসজিদের খতিব মুহাদ্দিস মো. আজিম উদ্দীন।
মাহফিলে বক্তারা রাসূলুল্লাহর (সা.) জীবনী সম্পর্কে আলোচনা করেন। বক্তারা রাসূলুল্লাহর (সা.) জীবন থেকে সমাজ বিনির্মাণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং বর্তমান সমাজের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূলুল্লাহর (সা.) কর্মপন্থা অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
বক্তারা বলেন, ‘পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে হলে রাসুলের (সা.) আদর্শকে ধারণ করতে হবে।
ওবায়দুললাহ চৌধুরী মসজিদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
মাহফিলে প্রথম পর্বে আল হেরা ইসলামিক এডুকেশান সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী সভা মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মো. রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ট্রফি ও ছাত্র- ছাত্রীদেরকে সনদপত্র দেয়া হয়।
মাহফিলে আল হেরা ইসলামিক সেন্টারের ছাত্ররা জানাযা নামাজ প্রদর্শন করে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন