সিএন প্রতিবেদক: আবারও রহস্যময় একটি বস্তূ গুলি করে ভূপাতিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে চতুর্থবারের মতো যুদ্ধ বিমান দিয়ে অজ্ঞাত বস্তু ধ্বংস করল দেশটি।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি ভূপাতিত করার নির্দেশ দেন। বস্তুটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনে এলাকায় উড়ছিল।
জো বাইডেন একটি এফ-১৬ ফাইটারকে সতর্কতার সঙ্গে সবশেষ বস্তুটিকে গুলি করে নামিয়ে ফেলার নের্দেশ দেন।
পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ২০ হাজার ফুট দিয়ে উড়ন্ত অজ্ঞাত বস্তুটি বাণিজ্যিক বিমান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারতো। এটি প্রথমে মন্টানায় সামরিক এলাকায় দেখা যায়।
অজ্ঞাত বস্তুর কারণে আকাশের দিকে ব্যাপক নজর রাখছে যুক্তরাষ্ট্র। মূলত চীনের একটি বেলুনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। যদিও সেটিকেও ভূপাতিত করা হয়। তারপর থেকেই যুক্তরাষ্ট্র-কানাডার আকাশে অজ্ঞাত বস্তু শনাক্ত হচ্ছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন