বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আমি না জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

রবিবার, জুলাই ২৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নভেম্বরের নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ লাগবে। এমনকি, তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হতে পারে।

শুক্রবার (২৬ জুলাই) ফ্লোরিডায় অবস্থিত নিজ বাসভবন মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক আগে থেকেই আমার সঙ্গে নেতানিয়াহুর ভালো সম্পর্ক রয়েছে। আমি ইসরায়েলের প্রতি যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইতিবাচক ছিলাম।

‘এমনকি, আমি ইসরায়েলের জন্য অনেক কাজও করেছি। গোলান মালভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়েছি। জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে আমাদের দূতাবাস স্থাপন করেছি।’

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া ও নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি থাকতে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসেছিলাম। হয়তো ইসরায়েলের জন্য আমি যা করেছি, তার মধ্যে সবচেয়ে ভালো কাজ ছিল এটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাইডেন প্রশাসন ইরানকে থামাতে কিছুই করেনি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন