বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

আরও ২ লাখ ইভিএম কিনতে যাচ্ছে ইসি

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য আরও ২ লাখ ইভিএম কিনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নতুন প্রকল্পটি অনুমোদনের জন্য এক মঙ্গলবার বৈঠকের আহ্বান করেছে ইসি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইভিএমের নতুন প্রকল্প প্রস্তাব বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে। বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনায় প্রস্তাবটি অনুমোদন পেলে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে প্রকল্প অনুমোদনের জন্য। 

রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে গত ২৩ আগস্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। এখন ইসির হাতে দেড় লাখের মতো ইভিএম আছে। তা দিয়ে ৭০-৮০টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন হবে। এর আগে যে দেড় লাখ ইভিএম কেনা হয়েছিল, সেই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮২৫ কোটি টাকা। এবার ব্যয় আরও বাড়বে।

এ বিষয়ে ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, ইসি সচিবালয় থেকে একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুত করতে বলা হয়েছে। আগের প্রকল্পে বরাদ্দ ছিল ৩ হাজার ৮০০ কোটি টাকা। এবার তার চেয়ে কিছুটা খরচ বাড়বে। আগে প্রতিটি ইভিএমের যে মূল্য ছিল, তা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন