রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

আরো ভয়ানক ডেঙ্গু: এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: সারা দেশ সবশেষ গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে রেকর্ড এক হাজার ২২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৭৮৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ দশ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। মারা যান এক হাজার ৭০৫ জন।

সিএন/আলী

Views: 1

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন