বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

শিরোনাম

আলোচনার জন্য পুতিনের সঙ্গে বৈঠকে বসতে জেলেনস্কিকে ট্রাম্পের চাপ

মঙ্গলবার, মে ১৩, ২০২৫

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট : ঞরাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১১ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতি চুক্তি নয়, বরং রক্তপাত বন্ধের সম্ভাব্য পথ খুঁজে বের করতে প্রস্তুত। সে লক্ষ্যে তিনি বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসতে আগ্রহী।”

ট্রাম্প জানান, তিনি দুই দেশের নেতাকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছেন এবং এ ক্ষেত্রে ইউক্রেনের দ্রুত সম্মতি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন।

অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিমধ্যে পুতিনের সঙ্গে যেকোনো আলোচনার আগে রাশিয়ার কাছে সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, যুদ্ধ বন্ধ নিয়ে চুক্তির কোনো সম্ভাবনা আছে কি না, বৈঠকে অন্তত তাঁরা এটা বুঝতে পারবেন। আর যদি চুক্তির সম্ভাবনা না থাকে, তাহলে ইউরোপীয় নেতারা ও যুক্তরাষ্ট্র জানবে পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।

ট্রাম্প আরও বলেন, ‘ইউক্রেন পুতিনের সঙ্গে চুক্তি করবে কি না, আমি সন্দেহ করতে শুরু করেছি। পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদ্‌যাপন নিয়ে অনেক ব্যস্ত। অথচ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই বিজয় সম্ভবই হতো না, এমনকি ধারেকাছেও যেতে পারত না! বৈঠকে বসুন, এখনই!’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন