শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইউক্রেনের জন্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১১০ বিলিয়ন ডলার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ইউক্রেনকে সহায়তায় এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের তহবিল থেকে ১১০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফ দ্য হোয়াইট হাউজের একটি নথি থেকে এ তথ্য জানা গেছে। নথিটি গেল জানুয়ারিতে হোয়াইট হাউসে জমা দেয়া রিপাবলিকান সিনেটরদের একটি গ্রুপের অনুরোধের জবাবে প্রস্তুত করা হয়েছিল। এতে ইউক্রেনের সরকারকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক, আর্থিক ও মানবিক সহায়তার সামগ্রিক হিসাবের তথ্য রয়েছে।

নথিতে বলা হয়েছে, ‘মোট ১১০ দশমিক ৯৭ বিলিয়নের মধ্যে প্রায় ১০১ দশমিক ১৯ বিলিয়ন এরমধ্যেই অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দ্বারা নির্বাহ করা হয়েছে।’

এই অর্থের মধ্যে ইউক্রেনের সরকারকে আরো সাহায্যের জন্য নতুন অনুরোধ অন্তর্ভুক্ত করা হয়নি, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দায়ের করেছে। এতে সামরিক উদ্দেশ্যে ১৩ বিলিয়নসহ ২৪ বিলিয়ন আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন