নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনের দক্ষিণে বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১৫ লাখের বেশি মানুষ। এসব বিদ্যুৎকেন্দ্র মেরামত করতে তিন মাসেরও বেশি সময় লাগতে পারে।
শনিবার (১০ ডিসেম্বর) রাতে এই ড্রোন হামলার বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অঞ্চলটির বিদ্যুৎ কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শুক্রবারের হামলার পরে মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগবে, এতে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে।
জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে রুশ হামলার পর ওডেসা এবং এই অঞ্চলের অন্য শহর ও গ্রাম অন্ধকারে রয়েছে।
এ পর্যন্ত ওডেসা অঞ্চলের ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন। হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ডসহ কেবলমাত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতেই এখন কেবল বিদ্যুতের সুবিধা রয়েছে।
ওই অঞ্চলের গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, রাশিয়া শুক্রবার রাতভর ‘কামিকাজে ড্রোন’ দিয়ে শহরটিতে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।
তিনি বলেন, হামলার ফলে আমাদের অঞ্চলের প্রায় সব জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন