রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

ইউক্রেন থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে কানাডা

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতির কারণে দেশটির রাজধানীতে অবস্থান করা তাদের কূটনীতিক পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নেয়ার পর তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপির।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা কানাডিয়ান দূতাবাসের স্টাফদের ১৮ বছরের কম বয়সের শিশু ও তাদের সাথে থাকা পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর কারণ হিসেবে তারা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর চলমান উপস্থিতি ও দেশটির সর্বত্র অস্থিতিশীল কর্মকান্ডের কথা উল্লেখ করেন।

এ দিকে, আমেরিকা রোববার (২৩ জানুয়ারি) জানিয়েছে, তারা কিয়েভে থাকা তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) ব্রিটেনও একই পথ অনুসরণ করে।

ইউক্রেন তাদের এ ধরনের পদক্ষেপকে ‘অপরিপক্ক’ হিসেবে অভিহিত করেছে।

পশ্চিমা দেশগুলো বলছে, ‘রাশিয়া ইউক্রেনের সাথে তাদের সীমান্ত বরাবর যুদ্ধ সরঞ্জামাদির পাশাপাশি হাজার হাজার সৈন্য জমায়েত করেছে। তবে এ ব্যাপারে ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে, তাদের বাহিনী সেখানে কোন আগ্রাসন চালাবে না।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন