মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শিরোনাম

ইউরোপে দশ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ

বুধবার, জুন ২৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : ইউরোপে দশ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ। ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি (ইইএ( মঙ্গলবার (২৮ জুন) এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, ‘এ রোগের বেশীর ভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক (ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ ও এক সাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধুঁয়া গ্রহণ ইউরোপে দশ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’ 

তবে ইইএ বিশেষজ্ঞ জেরার্ডো সানচেজ বলেছেন, ‘সব পরিবেশগত ও পেশাগত ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।’

ক্যান্সার ও পরিবেশের মধ্যে এ সংযোগ নিয়ে এজেন্সির রিপোর্ট প্রকাশের আগে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজোনের কারণে পরিবেশগতভাবে একেবারেই নিম্ন পর্যায়ে কমিয়ে আনা যেতে পারে।’

ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) প্রতি বছর দুই দশমিক সাত মিলিয়ন লোক ক্যান্সারে আক্রান্ত হয় ও এক দশমিক তিন মিলিয়ন লোক মারা যায়। ইউরোপে প্রায় এক শতাংশ ক্যান্সারের কারণ বায়ু দূষণ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন