জাকার্তা, ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি প্রদেশের কেন্দ্রস্থলে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ভাগ। আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃতিবিদ্যা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল আটটা ২৫মিনিটে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল সিগি রিজেন্সির ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে।
সংস্থাটি আরো জানায়, এ ভূমিকম্পে সুনামির কোন সম্ভাবনা নেই এবং হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন