শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইরানের সেনা কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র-ড্রোন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: দখলদার ইসরায়েলের ওপর হামলা করায় ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। একই নিষেধাজ্ঞার আওতায় দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমকেও রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। এর আগে গত ১৩ এপ্রিল রাতে সিরিয়ায় অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালানোয় ইসরায়েলে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

নতুন নিষেধাজ্ঞা আরোপের পর একটি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এতে বলেছেন, “যারা হামলা চালাতে ইরানকে সহায়তা করেছে তাদেরকে পরিষ্কার করে বলছি: যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তায় বদ্ধপরিকর। আমরা আমাদের সেনা ও ওই অঞ্চল এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর। আপনাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে আমরা কোনো ইতস্তত করব না।”

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন