সিএন প্রতিবেদন: প্রতিশোধের অংশ হিসেবে ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইসরায়েল এই হামলা চালায়। এর আগে গত ১৩ এপ্রিল রাতে সিরিয়ায় অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালানোয় ইসরায়েলে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের এই হামলার জবাবেই ইসরায়েল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল।
জানা যায়, হামলার পরপর দেশটির ইসফাহান শহরের একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জসহ ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত।
এদিকে হামলার কারণে বেশ কয়েকটি ফ্লাইট ইরানের আকাশসীমার ওপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ায় তেহরানের দূতাবাস প্রাঙ্গণে সন্দেহভাজন ইসরায়েলি হামলার পর গত সপ্তাহান্তে ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালায় এবং প্রতিশোধমূলক সেই হামলায় শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন