শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রেসিডেন্টসহ অনেকের মৃত্যুর শঙ্কা

রবিবার, মে ১৯, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুলাহিয়ানকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় দেশটির শীর্ষ দুই প্রধানের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৯ মে) পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই সময় তারা আজারবাইজান থেকে ইরানের তাবরিজ শহরে যাচ্ছিলেন।

নাম গোপন রাখার শর্তে ইরানি কর্মকর্তা বলেছেন, “হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখনো আশাবাদী। তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন। যা উদ্ধার অভিযানকে ব্যাহত করছে।

দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকারীরা পৌঁছেছে। তবে ওই অঞ্চল পুরোটি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন