শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইরান-ইসরায়েল সংঘাতে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানান।

পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী।

এক্ষেত্রে ইসরায়েলকে যে কোনও পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন, এমনটাই জানিয়েছেন তার প্রশাসনের কর্মকর্তারা।

সিনিয়র কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুব সাবধানে এবং কৌশলীভাবে চিন্তা করতে’ বলেছেন।

কর্মকর্তারা আরও বলেছেন, বাইডেন প্রশাসন বিশ্বাস করে- ইসরায়েল এর বিনিময়ে ‘সেরাটাই পেয়েছে’, যার শুরু হয়েছিল সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে হামলায় সিনিয়র ইরানি সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন