শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইলন মাস্ককে টপকিয়ে বিশ্বের নতুন শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: টুইটারের মালিক ও টেসলার সিইও ইলন মাস্ককে টপকিয়ে বিশ্বের সবচেয়ে ধনী এখন ফ্রান্সের নাগরিক বার্নার্ড আর্নল্ট। দীর্ঘদিন ধরে ধনীদের তালিকায় শীর্ষে থাকা ইলন মাস্ক নেমে এসেছেন দ্বিতীয় স্থানে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, ফরাসি বিলাস দ্রব্য সংস্থা এলভিএমএইচ এর চেয়ারম্যান আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৭১ বিলিয়ন, যা টেসলার সিইও মাস্কের ১৬৪ বিলিয়নকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে প্যারিস ভিত্তিক টাইকুন ফোর্বসের ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার’ তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

টেসলার শেয়ারের দাম কমে যাওয়া ও টুইটার সংক্রান্ত বিভিন্ন ঝামেলার কারণে তাকে এখন পর্যন্ত বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে। অন্যদিকে, করোনা মহামারীর প্রভাব ও বৈশ্বিক মন্দার কারণে এ বছর আর্নল্টের সম্পদ প্রায় ৭ বিলিয়ন ডলার কমেছে, কিন্তু সেটা তাকে শীর্ষস্থানে পৌঁছাতে বাধা দেয়নি।

ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট ১৯৪৯ সালে ফ্রান্সের উত্তরে রুবাইক্সে জন্মগ্রহণ করেন। তিনি প্যারিসের একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং স্কুল ইকোল পলিটেকনিক থেকে স্নাতক হন। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন