বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

শিরোনাম

ইলন মাস্কের বিরুদ্ধে সাবেক প্রণয়ীর মামলা

রবিবার, অক্টোবর ৮, ২০২৩

প্রিন্ট করুন

সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক ও তার সাবেক প্রেমিকা গ্রিমসের তিন সন্তান রয়েছে। সম্প্রতি তিন সন্তানের অভিভাবকত্ব দাবি করে ইলন মাস্কের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্রিমস। গ্রিমস কানাডিয়ান সংগীতশিল্পী। তার আসল নাম ক্লেয়ার বাউচার।

গেল ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে সন্তানের অভিভাবকত্ব দাবি করে মামলা করেছেন গ্রিমস। ৫২ বছর বয়সি ইলন মাস্ক ও ৩৫ বছর বয়সি গ্রিমসের একসাথে তিন সন্তান রয়েছে।

মামলার পিটিশনে গ্রিমস দাবি করেছেন, ইলন মাস্ক তাকে তার সন্তানদের সাথে যোগাযোগ করতে দেন না। ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে তারা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি হয়।

মামলার ব্যাপারে আর বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

মামলার ব্যাপারে গ্রিমস ও মাস্ক কেউই কোন মন্তব্য করেনি।

ইলন মাস্ক তিনটি ভিন্ন সম্পর্কে থাকা অবস্থায় ১১ সন্তানের বাবা। ২০২১ সালে নভেম্বর মাসে ইলন মাস্ক নিউরালিংকের অপারেশনস ও বিশেষ প্রকল্পের পরিচালক শিভন জিলিসের সাথে যমজ সন্তানদের বাবা হয়েছেন।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন