শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেয়ার পরিকল্পনা বাইডেনের

বুধবার, মে ১৫, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইসরায়েলকে নতুন করে ১০০ কোটি ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেয়া হবে বলে বাইডেনের হুমকির এক সপ্তাহের মধ্যে এ পরিকল্পনার কথা জানাল তার প্রশাসন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ‘প্রশাসন মঙ্গলবার (১৪ মে) কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার কথা জানিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগবে ‘

এ দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক সহকারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারীদের কাছ থেকে যে অস্ত্র নেয়া হবে তা ১০০ কোটি ডলার দামের।

এর পূর্বে, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্যে সাড়ে নয় হাজার কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করে।

এ দিকে, নতুন করে অস্ত্র দেয়ার পরিকল্পনার কথা এমন এক সময়ে আসল, যখন কেবল সপ্তাহ খানেক পূর্বে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছিল, ‘রাফায় স্থল হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র বোমা ও কামানের গোলা সরবরাহ বন্ধ করে দেবে।’

যদিও বাইডেনের এ হুঁশিয়ারি অগ্রাহ্য করেই ইসরায়েল রাফায় বোমা হামলা অব্যাহত রেখেছে এবং রাফা ক্রসিংয়ে সেনা ও ট্যাংক জড়ো করেছে।

ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্র বিক্রির সংবাদটি প্রথম প্রকাশ করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। জার্নালের সংবাদে বলা হয়েছে, ‘এতে সম্ভবত ৭০ কোটি ডলারের ট্যাংক গোলাবারুদ ও ৫০ কোটি ডলারের কৌশগলগত যানবাহন রয়েছে।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন