বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ‘ইসরায়েলকে রক্ষা করার জন্য’ সেখানে টার্মিনাল হাই-অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও এটি পরিচালনায় ক্রু পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইরান গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলি সেনাবাহিনী এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ রুখে দেওয়ার কথা জানালেও বেশ কয়েকটি ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে।

এই হামলার জবাব কীভাবে দেবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েল, তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের জবাব হবে “প্রাণঘাতী, যথাযথ ও বিস্ময়কর।”

অন্যদিকে ইরানও বলেছে, তারা ইসরায়েলের যেকোনো ধরনের আক্রমণের কড়া জবাব দেবে।

পেন্টাগন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন “ইসরায়েলের প্রতিরক্ষা এবং ইসরায়েলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরানের যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের অটুট প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।”

এর আগে গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলার চালানোর পরও মধ্যপ্রাচ্যে একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র । তারও আগে ২০১৯ সালে প্রশিক্ষণ এবং বিমান প্রতিরক্ষা কার্যক্রম অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলে একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল।

ইরান বলছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ ও ইরানি বিপ্লবী রেভল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করায় প্রতিক্রিয়া হিসেবে দেশটির ওপর তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েল সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা নাটকীয়ভাবে জোরদার করেছে। দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের কিছু অংশে তারা সমানে প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে, যা বহু মানুষের প্রাণহানি ঘটাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন