শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইসরায়েলে হামাসের হামলার দায় বাইডেন প্রশাসনের উপর চাপালেন ট্রাম্প

মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ইসরায়েলে হামাসের হামলায় দায় বাইডেন প্রশাসনের উপরে চাপালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে হামাসের হামলায় পরোক্ষভাবে অর্থায়নের অভিযোগ করেছেন ট্রাম্প।

রোববার (অক্টোবর) ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ‘হামাসের এই হামলা একটি কলঙ্কজনক ঘটনা। ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তি ব্যবহার করে আত্মরক্ষা করার অধিকার রয়েছে।’

ট্র্যাম্প অভিযোগ করে বলেন, ‘দুঃখজনকভাবে, যুক্তরাষ্ট্রের করদাতাদের ডলার হামাসের এই হামলায় সহায়তা করেছিল। বিভিন্ন রিপোর্ট বলছে, হামলার জন্য ডলার সহায়তা বাইডেন প্রশাসন থেকে এসেছে।’

ট্রাম্পের অভিযোগ সমর্থন করে রিপাবলিকানরা দাবি করেছেন, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ইরানকে গেল মাসে দেয়া ছয় বিলিয়ন ডলার হামাসকে অর্থায়নের জন্য ব্যবহার করা হয়েছিল।

তবে, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস ট্যাম্পের অভিযোগের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্ড্রু বেটস বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক মিথ্যা। এই সময়টায় আমাদের উভয় পক্ষেরই ইসরায়েলের সমর্থনে এক হওয়া উচিত।’

তিনি বলেন, ‌‘ইরানকে যে ছয় বিলিয়ন ডলার ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে, তা কেবল খাদ্য ও ওষুধের মত মানবিক প্রয়োজনে কেনাকাটায় ব্যবহার করার জন্য।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস শনিবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ হামলা চালায় ইসরায়েলে। হামাসের এটি গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। এর উত্তরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস ও ইসরায়েলী সামরিক বাহিনীর মধ্যে এখনো যুদ্ধ চলছে।

হামাসের হামলায় ইসরয়েলে এ পর্যন্ত ৬০০ জনের মৃত্যু। এছাড়া, আহত হয়েছেন প্রায় দুই হাজার ইসরায়েলি। অপর দিকে, ইসরায়েলের পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনির মৃত্যু। আহত হয়েছেন প্রায় দুই হাজার।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন