শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইসরায়েলকে আরও ২৫টি জঙ্গিবিমান দিচ্ছে আমেরিকা

সোমবার, জুলাই ৩, ২০২৩

প্রিন্ট করুন
প্রতিবেশী উজবেকিস্তানে আফগান বিমান বিধ্বস্ত 1
প্রতিবেশী উজবেকিস্তানে আফগান বিমান বিধ্বস্ত 1

সিএন প্রতিবেদন: ইসরায়েলকে আরও ২৫ টি এফ-৩৫ জঙ্গিবিমান দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার মূল্য তিন বিলিয়ন ডলার। যদিও ইসরায়েলকে এরজন্য এক টাকাও খরচ করতে হবে না।

রোববার (০২ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তি আমেরিকান কোম্পানি ও ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের মধ্য সহযোগিতাকে আরও দীর্ঘ করবে। যা আকাশযান তৈরিতে সহায়ক হবে।’

লকহিড মার্টিন দ্বারা নির্মিত আরও ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আসা হলে ইসরায়েলের বিমানবাহিনীতে এই বিশেষ ধরনের বিমানের সংখ্যা দাঁড়াবে ৭৫-এ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের মাধ্যমে এই চুক্তিটি অর্থায়ন করবে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলই প্রথম দেশ যারা এফ-৩৫ এর অর্জন করেছে। ২০১৮ সালের মে মাসে বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, ইসরায়েলই প্রথম দেশ যারা যুদ্ধক্ষেত্রে এই বিমানটি ব্যবহার করেছে।

এফ-৩৫ ‘জয়েন্ট স্ট্রাইক ফাইটার’ নামেও পরিচিত। এ ছাড়া ইসরায়েলের নিজস্ব হিব্রু ভাষায় এই বিশেষ জাতের যুদ্ধবিমানটি ‘আদির’ বা শক্তিশালী নামেও পরিচিত।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন