শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুত হামাস

মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই চতুর্থ দিনের মতো চলছে। এই যুদ্ধে উভয় পক্ষের অন্তত ১৬ থেকে ১৭ শ মানুষ নিহত হয়েছেন। এই অবস্থায় হামাসের শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে সমস্যা নেই হামাসের। তাঁরা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করতে জিম্মি ইসরায়েলিদের ব্যবহার করবে হামাস।

শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল হামাস মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার মিসাইল ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এই যুদ্ধে এ পর্যন্ত আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

হামাসের শীর্ষস্থানীয় নেতা আলি বারাকাহ বলেছেন, হামাসের অস্ত্রাগারে দীর্ঘদিন যুদ্ধ চালানোর মতো রকেট রয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। এমনকি যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তার জন্যও আমরা প্রস্তুত।’

এ সময় আলি বারাকাহ বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে যাদের ধরে এনেছেন, তাদের বিনিময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দাবি করা হবে।

এদিকে পাল্টা আক্রমণের ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘হামাসের সামনে কঠিন ও ভয়াবহ সময় অপেক্ষা করছে। আমরা এরই মধ্যে সেটি নিশ্চিত করার পথেই রয়েছি এবং পাল্টা হামলা শুরু হয়েছে।’ এ সময় তিনি স্থানীয় মেয়র ও জনগণের উদ্দেশে বলেন, ‘আপনাদের সহায়তা করতে ইসরায়েল সব উপায়ই ব্যবহার করবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী স্থানীয় মেয়র ও জনগণের সামনে দেওয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘আমি আপনাদের ধৈর্যের সঙ্গে নিজেদের অবস্থানে অবিচল থাকার অনুরোধ করছি। কারণ আমরা মধ্যপ্রাচ্যকেই বদলে দিতে যাচ্ছি।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন