বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

শিরোনাম

ইসরায়েলের হামলায় ঝরে গেল ২০০ ফিলিস্তিনির প্রাণ

শনিবার, অক্টোবর ৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২ হাজার আহত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছোড়া হলে ইসরায়েল সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়।

এরই ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী এতে পালটা আক্রমণ শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণের সেদরত শহরে ইসরায়েলি পথচারীদের ওপর গুলি ছুঁড়েছে। দলে দলে ইসরায়েলি সৈন্যরা গাজায় ঢুকে পড়ছে।

আল-জাজিরা জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলের উদ্ধারকারী দলের মুখপাত্র মেগান ডেভিড জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৪০ ইসরায়েলি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন ভিডিওতে, সীমান্ত অঞ্চলে ইউনিফর্ম পরিহিত ফিলিস্তিনিদের ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধে জড়াতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে একটি পুড়ে যাওয়া ট্যাংকের সামনে উল্লাস করছে ফিলিস্তিনিরা।

শনিবার সকালের পর থেকে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় হামলা চালায়। এ হামলাকে ইসরায়েলিরা অপারেশন আইরন সোর্ডস নাম দিয়েছে।

ইসরায়েলি সেনা মুখপাত্র রিচার্ড হেক্ট সাংবাদিকদের জানান, বর্তমানে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন