শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ঈদুল আজহার দিনেও আনন্দ নেই

বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারায় ঈদুল আজহায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এ জন্য সামগ্রিকভাবে ঈদে আনন্দের বার্তা নিয়ে আসেনি। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে আটটায় ঠাকুরগাঁও জেলাস্কুল বড়মাঠে ঈদের নামাজ আদায় শেষে জেলা শহরের নিজ বাস ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ বিদেশিদের রিপোর্ট বলছে, বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে কোন স্বচ্ছতা নেই। জবাবদিহিতা নেই। দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়েই তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবেন। তিনি দেশে না থেকেও আন্দোলন নির্দেশনা দিচ্ছেন সেই আন্দোলন চলছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। যদি জাতীয় পার্টি মনে করে, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না, তাহলে তাদের সাধুবাদ জানাব।’

পরে, তিনি দলের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীসহ সব স্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন