শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ঈদেও থামছে না ইসরায়েলের বর্বরতা, একদিনে আরও ৮৯ জনের মৃত্যু

শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরেও থেমে নেই দখলদার ইসরায়েলর বর্বরতা। ঈদের দ্বিতীয় দিনে আরও ৮৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২০ জন।

শুক্রবার (১২ এপ্রিল) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ব্যাপারে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলের দখলদার বাহিনী আজ গাজায় আটটি গণহত্যা চালিয়েছে। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ হয়েছেন এবং ১২০ জন আহত হয়েছেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।”

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রাথমিক নির্দেশনা অমান্য করে গাজায় এখনো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৩ হাজার ৬৩৪ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। তাদের হামলায় আহত হয়েছেন আরও ৭৬ হাজার ২১৪ ফিলিস্তিনি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন