রবিবার, ১৩ জুলাই ২০২৫

শিরোনাম

ঈদের আগে খুলছে না চবির চরুকলা ইনস্টিটিউট

বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এই এক সপ্তাহ পর পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের বন্ধ শুরু হবে। ফলে চারুকলা ইনস্টিটিউট ঈদের আগে খোলার আর খুলছে না। তবে এই সময়ের মধ্যে হল ও ক্যাম্পাস বন্ধ থাকলেও অনলাইন ক্লাস চালু থাকবে। কিন্তু ক্যাম্পাসে কোনও শিক্ষার্থী অবস্থান করতে পারবে না।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানায়।

এর আগে গত ২ ফেব্রুয়ারী থেকে চারুকলা ইনস্টিটিউটকে একমাসের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরে আরও এক মাস সময় বৃদ্ধি করে ৩০ মার্চ পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটকে বন্ধ ঘোষণা করা হয়। ইনস্টিটিউটের সংস্কার সংক্রান্ত কাজের জন্য এই বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, চারুকলায় সংস্কার কাজ এখনও কাজ শেষ হয়নি। তাই সময় ৬ এপ্রিল পর্যন্ত বন্ধের সময় বাড়ানো হয়াছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন