শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ঈদের আগে খুলছে না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রবিবার, জুন ২৬, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: বন্যা পরিস্থিতির পুরো উন্নতি না হওয়ায় ঈদের পর খুলবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ক্যাম্পাসে বন্যার পানি ঢুকে যাওয়ায় গত শুক্রবার (১৭ জুন) আট দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় শাবিপ্রবি। রোববার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা শুরুর কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির পুরো উন্নতি না হওয়ায় ঈদের আগে আর খুলছে না শাবিপ্রবি।

ঈদের ছুটির পর পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি জানান, ক্যাম্পাস  থেকে পানি নেমে গেছে। তবে সিলেটসহ দেশের অনেক জায়গায় এখনো বন্যা রয়ে গেছে। অনেক শিক্ষার্থী বাড়ি গিয়েও বন্যার কারণে আটকা পড়েছে। এসব বিবেচনায় গত বুধবার ( ২২ জুন) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় আসন্ন ঈদুল আযহার ছুটি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষাগুলো স্থগিত থাকবে ও সেমিষ্টার ক্লাসগুলো অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিন্ডিকেটের এমন সিদ্ধান্ত  ইতিমধ্যে রেজিস্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হয়েছে। তবে এ সময় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

রেজিস্টার জানান, আগামী ৬-১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো ১৫ জুলাই থেকে শুরু হবে। তবে সময়সূচি স্ব স্ব বিভাগ থেকে জানিয়ে দেয়া হবে।

বলে রাখা ভাল, গত ১৫ জুন থেকে সিলেটে ব্যাপক বন্যা দেখা দিলে ১৭ জুন পানিতে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসিক হলগুলো। পানিতে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ায় ২৫ জুন পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুইটি আবাসিক হলে থাকা প্রায় এক হাজার ২00 ছাত্রী পানিবন্দী হয়ে পরলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজিবির সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়া দিয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন