বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ঈদ উপলক্ষে ছিনতাই করতে গিয়ে তিন যুবক ধরা সীতাকুণ্ডে

রবিবার, মে ১, ২০২২

প্রিন্ট করুন

সীতাকুণ্ড, চট্টগ্রাম: ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে সীতাকুন্ড থানার উত্তর ইদিলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হল- সীতাকুণ্ডের দক্ষিণ মহাদেবপুরের মো. ইকবাল হোসেনের পুত্র মো. ইমরান হোসেন পারভেজ (২০), ছোবাহানবাগ লাঠিয়াল বাগের মো. হারুন-অর-রশিদের পুত্র মো. কাওসার আমিন (১৯) ও মৌলভী পাড়ার মৃত আলীর পুত্র সাখাওয়াত হোসেন সাকিব (১৯)।

জানা যায়, কিছু দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে সীতাকুণ্ডের উত্তর ইদিলপুর এলাকার পাকা রাস্তার উপর জড়ো হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় চলাচলকৃত গাড়ী, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও ঈদের কেনাকাটা করতে আসা মানুষ হতে টাকা ও মূল্যবান জিনিস ছিনতাই করার চেষ্টা করছে। এমন তথ্যের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ওই স্থানের কাছাকাছি পৌঁছালে দেখতে পায়, তিন জন ব্যক্তি একটি সিএনজি গাড়ী আটক করে ছিনতাইয়ের চেষ্টা করছে। এ সময় র‌্যাবের সদস্যরা মো. ইমরান হোসেন পারভেজ, মো. কাওসার আমিন ও সাখাওয়াত হোসেন সাকিবকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের কাছে থাকা ও তাদের নিজ হাতে বের করে দেয়া দুইটি ধারাল চাকু উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতারকৃতরা ঈদ উপলক্ষে ঘরমুখী সাধারণ মানুষকে পথ আটকে দেশীয় অস্ত্র দিয়ে হুমকি ও ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছিনতাই করে থাকে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন