শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিরোনাম

উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রির দায়ে কারাদণ্ড!

বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: উত্তর কোরিয়ায় ১০ লাখ ডলার মূল্যের স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করায় ফুয়া সেজে হি নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দোষ স্বীকার করার পর ফুয়াকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেন আদালত।

কারাদণ্ডে দণ্ডিত ফুয়া সেজে হি সিঙ্গাপুরের কোমল পানীয় (বেভারেজ) কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক।

আদালত সূত্রে জানা যায়, পোক্কা ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে কয়েকটি কোম্পানির কাছে স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছিলেন ফুয়া। তিনি জানতেন, এ পণ্যগুলোর গন্তব্য উত্তর কোরিয়া। কিন্তু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কিম জং-উনের দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সিঙ্গাপুর ২০১৭ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে। মূলত নিষেধাজ্ঞা অমান্য করায় এই কারাদণ্ড।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন