শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রেও; জ্যাকসন হাইটসে পদ্মা সেতুর রেপ্লিকা

রবিবার, জুন ২৬, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: বহুল প্রতিক্ষীত পদ্মা সেতু। এখনই বাস্তবে দেখার সুযোগ নেই প্রবাসীদের। তাতে কি? শিল্পীর তৈরি রেপ্লিকা ঘিরেই তাদের যত আনন্দ-উচ্ছ্বাস। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পদ্মা সেতুর রেপ্লিকা দেখাবে বাংলাদেশ ক্লাব। এ উপলক্ষ্যে সংগঠনটি আয়োজন করেছে আনন্দ শোভাযাত্রার।

বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে আমেরিকার প্রবাসীদের মধ্যেও বইছে আনন্দের বন্যা। সেতুর আদলে ছয় দশমিক এক পাঁচ ফুটের একটি রেপ্লিকা দেখা হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় বর্তমান সরকারের ভূঁয়সী প্রশংসা করছেন প্রবাসীরা।

বাংলাদেশ ক্লাবের সভাপতি  নুরুল আমিন বাবু গণ মাধ্যমকে বলেন, ‘উদ্বোধনের এক দিন আগে বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে পদ্মা সেতুর রেপ্লিকা এসে পৌঁছালে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।’

শিল্পী টিপু আলম বলেন, ‘নিউইয়র্ক ছোট করে হলেও আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। আমাদের স্বপ্নের যে জায়গা সেটা যেন নিউইয়র্কে থেকেও আমরা ফিল করতে পারি।’

সংস্কৃতি কর্মী শিবলী সাদিক বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে শনিবার (২৫ জুন) আমরা এখানে বাংলাদেশিদের সাথে এটা পালন করব। বাংলাদেশ ক্লাব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে।’

এ ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী দিনে নানা কর্মসূচি হাতে নিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা কনস্যুলেট, জাতিসংঘ মিশন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন